প্রকাশিত: Tue, Jul 25, 2023 12:32 PM
আপডেট: Tue, May 13, 2025 5:22 AM

[১]আবারও কোরআন পোড়ানো হলো ডেনমার্কে

ইমরুল শাহেদ: [২] রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে দু’জন মুসলিমবিরোধী একটি গ্রুপ পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছে। এতে ইরাক ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরো ঝুঁকিতে পড়লো। সুইডেনে একই ধরনের ঘটনা ঘিরে মুসলিম বিশ্বের তীব্র নিন্দা ও সমালোচনার মাঝে ডেনমার্কে সোমবার কোরআন পোড়ানো হলো। সূত্র: ইয়ন

[৩] রয়টার্স জানায়, কোপেনহেগেনে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানোর ঘটনা এটা। এর আগে, গত শুক্রবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের পাশাপাশি ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা গোষ্ঠীটির ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারায় আগুন ধরাচ্ছে প্যাট্রিওটসের সদস্যরা। চরম ডানপন্থী দল ডানস্কে প্যাট্রিওটার তার ফেসবুক পেজে একজন ব্যক্তির কুরআন পোড়ানোর একটি ভিডিও-ও পোস্ট করেছে।

[৪] কোপেনহেগেন পুলিশের ডেপুটি চিফ ট্রিন ফিসকার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার ইরাকি দূতাবাসের সামনে ‘মুষ্টিমেয় কয়েকজন’ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে একটি বই পোড়ানো হয়েছে। আমরা জানি না এটি কোন বই ছিল। তবে পরিবেশ বেশ শান্তিপূর্ণ ছিল।’

[৫] গত মাসে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়েছিল সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। তিনি ইরাকি-বংশোদ্ভূত সুইডিশ শরণার্থী।

[৬] সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শুক্রবারও বেশ কয়েকটি মুসলিম দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবারও ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ কোরআন পোড়ানোর বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় তারা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

[৭] কোরআন পোড়ানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। একই সঙ্গে স্টকহোমে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় দেশটি। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনা ঘিরে ইরাক-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির মধ্যে ইরাকের সরকার ওই সিদ্ধান্তের কথা জানায়। সম্পাদনা: তারিক আল বান্না